এবার পুরনো স্মার্টফোন দিয়ে তৈরী হবে নতুন কিছু

পুরনো স্মার্টফোন দিয়ে খুব সহজে বানিয়ে নিন বাড়ির সিকিউরিটি ক্যামেরা। যারা চাকুরী করেন তাদেরকে বাড়ির খবর নিতে ফোন দিতে হয়। বাড়ির ভালোমন্দ দেখভাল করা সম্ভব হয়না। যদিওবা দেখা সম্ভব কিন্তু স্পাই ক্যামেরা নেয়া বেশ ব্যায়বহুল। তাই আর নয় হতাশা এবার খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন স্পাই ক্যামেরা। আর এজন্য প্রয়োজন পুরোনো একটি ফোন।

পুরনো স্মার্টফোন দিয়ে চলুন জেনে নেই স্পাই ক্যাম তৈরির পদ্ধতি
  • শুরুতেই প্রয়োজন হবে একটি স্মার্টফোনের যার ক্যামেরাটি ঠিকঠাক রয়েছে।
  • এরপর মোশন ডিটেক্টর প্রো ডাউনলোড করুন। এটি পাওয়া যাবে গুগল প্লে-স্টোরে।
  • এবারে আপনার ফোন নম্বর অথবা ইমেইল আইডি দিতে হবে । এমন একটি ফোন নম্বর দিন যেটি আপনার সাথেই থাকবে আর লক্ষ্য রাখতে হবে ফোন নম্বরটি যেন ২৪ ঘন্টাই চালু থাকে।
  • ফোনটির স্ক্রিন লক ডিজএবল করে রাখুন। কেননা ফোনটির ক্যামেরা সবসময় চালু রাখতে হবে ।

এবারে ফোনটি চার্জে বসিয়ে নিশ্চিন্তে আপনার কর্মস্থলে চলে যান । আর সেখান থেকেই দেখুন বাসায় কি হচ্ছে কেননা যেই ফোনটির সামনে যাবে তা ভিডিও রেকর্ড হয়ে আপনার ফোন নম্বর এর মাধ্যমে ফোন চলে যাবে ।

Leave a Reply