মোবাইল ফোন দ্রুত চার্জ করার কিছু সহজ পদ্ধতি

মোবাইল ফোন দ্রুত চার্জ

মোবাইল ফোন দ্রুত চার্জ নিয়ে সমস্যা নতুন ফোনে কোনো সমস্যাই নয় ।সমস্যার শুরু তখনই হয় যখন ফোনটি একটু পুরানা হয়ে যায় ।তখন ফোনে চার্জ দিতে বেশি সময়ের প্রয়োজন হয়  ।

তাই কিছু পদ্ধতি পাওয়া গেছে যার দ্বারা খুব সহজেই ফোনে চার্জ করানো সম্ভব ভারতীয় হিন্দি একটি প্রতিবেদনে এটি পাওয়া যায়  সেখানে বলা হয়েছে যে  ফোনটিকে নিয়মিত আপডেট দিতে হবে যখন সেটি একটু পুরোনো হয়ে যাবে এতে ব্যাটারিও ভালো থাকবে আর ফোন হবে অনেক ফার্ষ্ট । আর চেষ্টা করতে হবে ভালো চার্জার ব্যবহারের জন্য । যদি কম্পিউটার বা  ওয়ারলেস এর দ্বারা চার্জ করতে যাই তাতে বেশি সময় এর প্রয়োজন হবে  তাই চার্জার প্লাগে লাগিয়েই ফোনে চার্জ করাই উত্তম ।

নিজের কিছু ভুল যা স্মার্টফোনের জন্য ক্ষতির কারণ

যে সব পদ্ধতি অবলম্বন মোবাইল ফোন দ্রুত চার্জ করানো যায় চলুন নিচে তা জেনে নেয়া যাক

  • ব্যাটারি সেভিং মোড অন করতে পারেন ফোন চার্জে বসানোর পূর্বে ।
  • কলিং, ইন্টারনেট, জিপিএস সব বন্ধ রাখুন ।তাই ফোন চার্জে বসানোর পূর্বে ফ্লাইট মোড চালু করুন ।
  • মনে রাখতে হবে ফোন চার্জ করানো জায়গাটি যেন বেশি গরম বা ঠান্ডা না হয় কারণ এতে চার্জ হতে বেশি সময় লাগবে । বেশি গরমে ফোনের তাপমাত্রা বাড়তে থাকে । যার জন্যে ফোনে চার্জ হতে অনেক সময় লাগে ।
  • মোবাইল ফোন দ্রুত চার্জ করাতে চাইলে ফোন চার্জে বসানোর পূর্বে বন্ধ করে বসান ।

Leave a Reply