হোয়াটস অ্যাপ এ সংযুক্ত হতে যাচ্ছে একগুচ্ছ নতুন ফিচার!

হোয়াটস অ্যাপ

হোয়াটস অ্যাপ এ নতুন বেশ কিছু ফিচার যোগ হতে চলেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় এসব তথ্য। আসুন জেনে নেওয়া যাক কী কী নতুন ফিচার সংযুক্ত হতে যাচ্ছে এই জনপ্রিয় অ্যাপে।

হোয়াটস অ্যাপ এর নতুন ফিচার সমূহ

  • সম্ভবত আইওএস ব্যবহারকারীরা পেতে পারেন গ্রুপ কলের সুবিধা।
  • থাকছে নতুন মোড পিপ (পিকচার ইন পিকচার)। এতে ভিডিও কল চলা অবস্থায় ক্লিক করে খোলা যাবে নতুন উইন্ডো। যার মাধ্যমে করা যাবে অন্য কাজ।
  • রিপ্লাই প্রাইভেটলি বাটন, গ্রুপ এ কথা বলার সময় পুরো চ্যাটটাই সকলে পড়তে পারে। কিন্তু এখন গ্রূপের যেকেউ আলাদাভাবে একজনের সাথে কথা বলতে পারবেন। রিপ্লাই প্রাইভেটলি বাটন এ ক্লিক করলেই শুরু করা যাবে পার্সোনাল চ্যাটিং।
  • শুধুমাত্র নামের উপর ট্যাপ করেই আনব্লক করা যাবে যে কাউকে।
  • সেন্ড মেসেজ ও এডিট গ্রুপ ইনফো, এই দুইটি নতুন ফিচার যোগ হবে গ্রুপ এডমিনদের জন্য।

হোয়াটস অ্যাপ এ কবে থেকে এইগুলি পাওয়া যাবে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে হোয়াটসঅ্যাপ ওয়েবে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply