ত্বকের যত্নে তরমুজের ব্যবহার

ত্বকের যত্নে তরমুজ
ত্বকের যত্নে তরমুজ একটি বিশেষ ফল এবং গরমের দিনে তরমুজ বেশ জনপ্রিয় একটি ফল। প্রচন্ড গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন ঠান্ডা তরমুজ খেলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। তরমুজ খেতে চাননা এমন লোক খুব কমই আছে শুধু তাইনা ত্বকের যত্নে তরমুজের রয়েছে বিশেষ গুণ। তরমুজে আছে ভিটামিন এ, বি এবং সি যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় আর তাই তরমুজ ত্বককে রাখে সজীব ও প্রাণবন্ত। রূপচর্চার কাজে তরমুজ বেশ উপকারী একটি ফল।

ত্বকের যত্নে তরমুজ

ত্বকের জমে থাকা ময়লা দূর করতে তরমুজ ভীষণ কার্যকরী। লেবুর রস ও তরমুজের রস ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। প্রতিদিন সকাল বেলা এর রস হালকা ভাবে মুখের ত্বকে ম্যাসাজ করে কিছুক্ষন পর কুসুম গরমপানি দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন ত্বক পরিষ্কার হয়ে গেছে।

মুশুর ডালের বেসনের সাথে তরমুজের রস ভালোভাবে মিশিয়ে পেস্ট করে নিন। তারপর আলতোভাবে ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়েফেলুন। এবার দেখুন ত্বক উজ্জ্বল আর টানটান হয়ে গেছে।

Leave a Reply